মো. শাহ আলম জুয়েল।
কাটাচ্ছেন মানবেতর জীবন। জীবনের নিরাপত্তায় ঘুরছেন আদালত ও প্রশাসনের দ্বারে দ্বারে। হামলা-হুমকি এখন যেন তার নিত্য দিনের সঙ্গি। এই নিয়ে বারংবার হামলার শিকার হয়েছেন মোহছেন আউলিয়া ট্রান্সর্পোটের স্বত্তাধিকারী মো. শাহ আলম জুয়েল। গেল বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়রী) রাতেও ব্যবসা দখল করতে চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় হামলা ও গুলি চালায় জুয়েলের খালুর ভাড়া করা সন্ত্রসীরা।
জানা যায়, এই হামলার মূল মাস্টার মাইন্ড জুয়েলের খালু মো. আবদুল মাবুদ রনি। নিজে মাত্র ৪০% শেয়ারের মালিক হয়েও ভোগ করতে চান জুয়েলের সম্পূর্ণ ব্যবসায় প্রতিষ্ঠান। এরই লক্ষ্যে ভাড়া করেন এনায়েত বাজার এলাকার বিএনপি পরিচয় ধারি সন্ত্রাসী মো. আবিদকে। খবর নিয়ে জানা যায়, আবিদ বিএনপি নেতা আবুল হোসেন বক্করের অনুসারি।
প্রভাবশালীদের চাপের মুখে জুয়েল যেন এখন পুরো অসহায়। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার (০৯ ফেব্রুয়রী) সন্ধ্যা ছয় টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন মোহছেন আউলিয়া ট্রান্সর্পোটের স্বত্তাধিকারী মো. শাহ আলম জুয়েল।
এ সময় তিনি বলেন, ভালোই চলছিল আমার ব্যবসায়। খালুর (মো. আবদুল মাবুদ রনি) আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার দূরাবস্থা ঠেকাতে ২০২২ সালের ২৩ অক্টোবর ব্যবসায়ের ৪০% মালিকানা হস্তান্তর করেন। দেন প্রতিষ্ঠািন পরিচালনার দায়িত্বও। তবে সেই খালু এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন তিনি আমার পুরো ব্যবসা দখল করে বসে আছেন।
সংবাদ সম্মেলনে জুয়েল আরো বলেন, ব্যবসার চুক্তি অনুযায়ী প্রতি মাসে আমাকে ত্রিশ হাজার টাকা লভ্যাংশ প্রদান করার কথা ছিল। তবে ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে তিনি আমার লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেন। আমি পাওনা টাকা চাইলে খালু (মো. আবদুল মাবুদ রনি) আমার সাথে খারাপ আচরণ করেন এবং নিজেকে প্রতিষ্ঠানের একক মালিক দাবী করেন। এ নিয়ে আমি প্রতিবাদ করলে আমাকে প্রতিষ্ঠানের আশে পাশে না আসার হুমকি দিতে থাকেন। এছাড়াও সর্বশেষ ৬ ফেব্রুয়ারী আমার উপর সন্ত্রাসী হামলা চালান।
তিনি আরও বলেন, এখন আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পুলিশ কমিশনার ও কোতোয়ালি থানা পুলিশের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।
তবে জুয়েলকে হামলার ঘটনায় প্রকাশ্যে গুলি চালানো সন্ত্রাসী আবু সালে আবিদকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এনায়েতবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. রবিউল আলম বলেন, প্রকাশ্যে গুলি চালানের অভিযোগে আমরা সন্ত্রাসী আবু সালে আবিদকে গ্রেপ্তার করি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এছাড়াও তিনি বলেন, মামলার ভিত্তিতে আবিদকে আদালতে প্রেরণ করা হয়েছে