গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে আসছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আগামীকাল ২২ ফেব্রুয়ারি শনিবার গোদাগাড়ীর গোগ্রামে অবস্থিত নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদরাসার বার্ষিক ওয়াজ ও দস্তারবন্দী মাহফিলে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক ইসলামিক স্কলার, লেখক ও গবেষক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা আজিমপুর ফয়জুল উলুম মাদরাসার শায়খুল হাদীস হাফেজ মাও. তানভীর আহমেদ সিদ্দিকী।
নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদরাসার সিনিয়র ওস্তাদ হাফেজ মাও. ইমরান হোসেন।
সভাপতিত্ব করবেন- বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুস সবুর।
মাহফিলে আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন মাদরাসার মুহতামিম মাও. মো. মোখতার আলী।