1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মান : ব্যবস্থা নেয়নি পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত! রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন

আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মান : ব্যবস্থা নেয়নি পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৭ বার

নিজস্ব প্রতিবেদক :-

গোদাগাড়ী উপজেলার চব্বিশ নগর এলাকায় আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। বাদি রাকিবুল ইসলামের ওয়ারিশ সুত্রে পাওয়া জমি জবর দখল করে এই স্থাপনা নির্মান করছেন এক প্রভাবশালী ব্যক্তি। স্থাপনা নির্মাণকৃত মোট জমির পরিমাণ ২.৮০ শতাংশ। যার মধ্যে রাকিবুলের দাবি তিনি . ৭০ শতাংশ পাবেন। কিন্তু দাবিকৃত সম্পত্তি বুঝিয়ে না দিয়েই বিল্ডিং নির্মান করছেন বিবাদী নাজির উদ্দিন।

১৫ ফেব্রুয়ারী শনিবার ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিবাদী নাজির উদ্দিন অবৈধ ক্ষমতা প্রয়োগ করে বিল্ডিং করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশ অনুযায়ী নির্মাণ কাজ বন্ধ করতে বলেন।কিন্তু বিবাদীর মেয়ে জামাই বলেন, আমরা কাজ বন্ধ করবো না। পুলিশের সম্মুখেই নির্মান কাজ বন্ধ করবো না বলেন এবং কাজ বন্ধ করলে লাশ পড়ে যাওয়ার হুমকিও দেন তিনি।

১৩ ফেব্রুয়ারী জেলা রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালত ঘটনাস্থলে স্থিতিশীল বজায় রাখার নির্দেশ দেন। যার মোকাদ্দমা নং ৪৮/২০২২। এই স্থিতাবস্থা অমান্য করে বিবাদীগণ কাজ চলমান রেখেছেন। বাদি রাকিবুল ইসলাম নির্মাণ কাজ বন্ধ করতে বললে বিবাদীর মেয়ে জামাই মারমুখী আচরণ করেন।

এলাকাবাসীর বরাতে জানা যায়, বাদি রাকিবুল ইসলাম পৈতৃক সূত্রে এই জমির . ৭০ শতাংশের মালিক। বাকি ২.১০ শতাংশের মালিক নাজির উদ্দিন। কিন্তু মোট জমি ২.৮০ শতাংশের উপরই নির্মান কাজ করছেন বিবাদী নাজির উদ্দিন। তিনি আদালতের আদেশ অমান্য করছেন।
এদিকে বাদি রাকিবুল ইসলাম বলছেন, কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শহিদুল ইসলাম প্রভাবিত হয়ে নির্মাণ কাজ বন্ধে গড়িমসি করছেন। শক্ত কোন পদক্ষেপ নিচ্ছেন না আইসি শহিদুল।
দুই পক্ষকে নিয়ে বসার কথা বললেও বসেনি পুলিশ। একাধিকবার আইসি শহিদুলকে বলেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে কাকন পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শহিদুল ইসলাম বলেন, আদালতের আদেশে স্থিতাবস্থা না লিখে স্থগিত লিখে নিয়ে আসেন তাহলে আমরা কাজ বন্ধ করবো।এছাড়া আমরা কাজ বন্ধ করতে পারবো না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net