1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যানজট মুক্ত করতে সড়কে: অতিরিক্ত পুলিশ সুপার জসিম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের পুষ্পস্তবক অর্পণ ২২ ফেব্রুয়ারি গোদাগাড়ীতে আসছেন ধর্ম উপদেষ্টা ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত — ২১ জন নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠাপুলি উৎসব খরচ ছাড়া কাজ করেন না ভূমি কর্মকর্তা লুতফর রহমান মাজার ভেঙ্গে মাদরাসা নির্মাণ: আইনি সহায়তা পাচ্ছেন না অভিযোগ ভক্তদের মাগুরায় হাতেম আলী মিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আইবিডব্লিউএফ ওয়ারী গেন্ডারিয়া সুত্রাপুর জোনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডেকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত

যানজট মুক্ত করতে সড়কে: অতিরিক্ত পুলিশ সুপার জসিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫ বার

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ

পর্যটন নগরী কক্সবাজার কলাতলী ও শহরে ট্রাফিক জ্যাম মুক্ত করতে সরাসরি অভিযান পরিচালনা করেন কক্সবাজার ট্রাফিক পুলিশ প্রশাসন। বাস টার্মিনাল, কলাতলী, ডলফিন মোড়, ফ্রেশিন রেস্টুরেন্ট এর সামনে ইউ টাং, সুগন্ধা পয়েন্ট, লাবনী পয়েন্ট মোড়, গুন গাছতলা সহ শহরের ব্যস্ততম সড়কে গুলোতে দায়িত্ব পালন করছে ট্রাফিক প্রশাসন। এই পয়েন্ট গুলোতে প্রায় সময় দেখা দেয় যানজট। বিশেষ করে বেআইনি ভাবে যানবাহন পার্কিং করে রাখার ফলে এই সকল যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তির শিকার হতে হয় পর্যটক, পথচারী সহ সাধারন মানুষকে।

কলাতলী শহরকে যানজট মুক্ত করতে সড়কে নামল ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন চৌধুরী। এইদিন খোদ পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে কলাতলী এলাকায় বিভিন্ন ইউ টাংনে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। বেআইনি ভাবে যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহনের বিরুদ্ধে এইদিন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাফিক পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, বেআইনি পার্কিং-এর বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে। ইউ টাংনে কি ভাবে গাড়ি ঘুরাতে হয় তা দেখানো হচ্ছে। প্রতিটি ইউ টাংনে ট্রাফিক পুলিশ টিম দায়িত্ব পালন করছে। উল্টো পথে যাতে কোন গাড়ি চলাচল করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশ কাজ করছে।

পর্যটন শহর কক্সবাজারকে যানজটমুক্ত সুন্দর শহর করার জন্য ইজিবাইক বা টমটম চালকদের প্রশিক্ষণের আয়োজন করছে কক্সবাজার জেলা পুলিশ। প্রতিবছর দেশবিদেশের লাখো পর্যটক কক্সবাজারে আসেন। এখানকার টমটম চালক, রিক্সা চালক ও ড্রাইভারদের প্রশিক্ষণ থাকলে কক্সবাজারের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়বে। তাই ডাটাবেজ তৈরীর মাধ্যমে পর্যায়ক্রমে শহরের সকল চালকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। ট্রাফিক পুলিশ সুপার সকল যান চালকদের প্রতি আহ্বান জানান আইন মেনে চলার। অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী আরো বলেন, পর্যটকদের সুবিধার্তে ও যানজট মুক্ত করতে অনলাইন বাস স্টেশনে টিকেট ক্রয় বিক্রিয়ে কক্সবাজারে কমেছে যানজট। গত দুর্গা পূজার টানা চারদিনের ছুটিতে তার সুফল পেয়েছে পর্যটকসহ স্থানীয়রা।

পর্যটক ও সাধারণ পথচারীদের সাথে কথা বলে জানা যায় কলাতলী, ডলফিন মোড়, সুগন্ধা পয়েন্ট, লাবনী পয়েন্ট সব সময় যানজট লেগেই থাকতো। ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে স্বাগত জানাই। এখন ফুটপাতে যে হকার গুলো বসছে তাদের কারণে হাঁটা চলা করা কষ্ট হচ্ছে। তাদের কারণে মানুষের ভিড় জমায়, ফুটপাত দিয়ে চলাচল করা সম্ভব হয়ে উঠছেনা। হকারদের কে নিদিষ্ট স্থানে বসানোর জন্য দাবী জানিয়েছেন সাধারণ মানুষ। এতে পুলিশ প্রশাসনের সম্মান আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন সাধারণ পথচারী ও পর্যকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম