1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার আলোচিত আছিয়ার বাড়িতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জেলা জামায়াতের প্রস্ততি সভা মাগুরায় আলোচিত আছিয়ার ২য় দফা জানাযা শেষে দাফন সম্পন্ন। ধর্ষিতার বাড়ীতে আগুন! তিতাসে ব্যবসায়ীদের সংগঠন আই.বি.ডব্লিউ.এফ-এর ইফতার মাহফিল আলোচিত মাগুরার শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম! ঝুঁকিপুর্ণ সাংবাদিকতা পেশায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান খাগড়াছড়ির গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার বৃহৎ হাট ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত আলোচিত মাগুরার আছিয়া খাতুনের বাড়ীতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ

ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫ বার

মোঃ সাইফুল্লাহ মাগুরা

ছাত্র-জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুরের ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদের কটুক্তির প্রতিবাদে বুধবার বিকেলে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গত ২৯. জানুয়ারি ২০২৫ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদশর্ক কতৃক ইস্যুকৃত আদেশমূলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ প্রদান করেন। উক্ত আদেশ কলেজের অবৈধ অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ ওই তারিখেই প্রাপ্ত হন কিন্তু বিষয়টি কলেজ কতৃপক্ষের কাউকেই না জানিয়ে তিনি গোপন রাখেন। বিষয়টি ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী ও কলেজ কর্তৃপক্ষ অবগত হওয়ার সাথে সাথেই ব্যাপক ক্ষোভ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দ্রুত ছাত্র ছাত্রী স্থানীয় এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ গত ৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে মিরপুর ল কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। বিষয়টি অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ টের পেয়ে কলেজ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ছাত্র-জনতার তোপের মুখে কলেজের কোনো প্রকার দায়িত্ব হস্তান্তর না করেই তিনি পুলিশ সহতায় কলেজ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে ক্ষমতা হস্তান্তর ও তার বিচারের দাবিতে সাধারণ ছাত্র ছাত্রী ও এলাকাবাসী এক মানববন্ধন করে। গত ০৯ মার্চ ২০২৫ ইং তারিখে উক্ত আলাউদ্দিন আহমেদ তার ফেসবুক আইডি থেকে ছাত্র ছাত্রীদেরকে কটূক্তি করে পোস্ট দেন। সাথে সাথেই মিরপুর ল কলেজের সকল ছাত্র ছাত্রীর ভিতরে এর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ১২ মার্চ ২০২৫ তারিখ বিকেলে মিরপুর ল কলেজের সাধারণ ছাত্র ছাত্রীদের আহ্বানে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মোঃ নাজমুল হাসান বাবু,মুহাম্মদ আশরাফুল ইসলাম, মোছাঃ আনোয়ারা খাতুন,মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ইমরান হোসেন,মেহেদী হাসান সাখাওয়াত হোসেন, মনির হাওলাদার, মোঃনয়ন,মোঃ মামুন হোমেন, মোঃ মাহফুজ, মোঃ মুরসালিন ও মোঃ ইয়াকুব, তানজিলা হক নীপাসহ প্রমূখ নেতৃবৃন্দ । সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জোর দাবী জানানো হয়। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে মর্মে ছাত্র নেতারা হুশিয়ারী প্রদান করে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম