1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিপক্ষকে ফাঁসাতে প্রবাসীর স্ত্রীর ডাকাতি নাটক, এলাকা জুড়ে ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলোচিত মাগুরার আছিয়া খাতুনের বাড়ীতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিবার বলছে আত্মহত্যা ! “রামুর শিক্ষক নুরুচ্ছফা হত্যার নয় বছর” পিতৃহত্যার ন্যায় বিচার চায় শিশু ইয়াহিয়া মধ্যরাতে নোয়াখালী জেলা পুলিশের টহল ও চেকপোস্ট  অসুস্থ্য সাংবাদিক ফয়সাল দেখতে তার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরির ২ দিনেও উদ্ধার হয়নি ছাত্র-জনতার প্রতিবাদ কর্মসূচী ! নবীগঞ্জে দুটি অবৈধ ইটভাটা  গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডারকে জরিমানা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে খুলনা পাবলিক কলেজ ও সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রতিপক্ষকে ফাঁসাতে প্রবাসীর স্ত্রীর ডাকাতি নাটক, এলাকা জুড়ে ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৩ বার

নোয়াখালী প্রতিনিধি :

ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নোয়াখালীতে সংঘর্ষ কমে গেলেও এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে চলছে প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটক। এ ধরনের ঘটনায় বিব্রত হচ্ছে পুলিশসহ মিডিয়াকর্মীরা হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার (৯ মার্চ ) নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় হাজিপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের হাজী আবদুর রব মিয়ার বাড়ির সাউথ আফ্রিকা প্রবাসী মো.কামরুল হাসানের স্ত্রী নাজমা আক্তার নিজ বাড়িতে লুটপাট ও ডাকাতির অভিযোগ এনে ফেসবুকে বক্তব্যের মাধ্যমে স্থানীয়দের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলেন।

ফেসবুকে দেওয়া ওই অভিযোগে নাজমা আক্তার বলেন, (৯ মার্চ) রাত ৯ টার দিকে ৬নং ওয়ার্ডের হাজী আবদুর রব মিয়ার বাড়ির আবু জাহের, গোলাম মাওলা, চাইম, সেলিম, সাহাবউল্যা,কালা,রাজু,সাহিন,মানিক,ফাইম, পিয়াস, তাদের ঘরের ভেতরে প্রবেশ করে কামরুল হাসানকে মসজিদে বেঁধে তার বউকে বাড়িতে ধর্ষণের চেষ্টা চালায় পরে তাকে না পেয়ে বাড়ি ঘর ভেঙ্গে স্বর্ণ অলংকার টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ডাকাতির বিষয়ে জানতে চাইলে নাজমা আক্তার কোনও সদুত্তর দিতে পারেননি।

এছাড়া এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতির ঘটনাটি পুরোটাই সাজনো। প্রতিপক্ষকে ফাঁসাতে এই লুটপাটের নাটক সাজানো হয়েছে। তাদের নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সম্পতি নিয়ে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে এই সংক্রান্ত চারটি মামলা এখনো চলমান রয়েছে। নতুন করে মামলা তৈরি করার জন্য হয়তো এই ধরনের ঘটনা তৈরি করা হয়েছে।

ভুক্তভোগী কামরুল হাসানের ভাইয়ের স্ত্রী পান্না বেগম জানান, নাজমা আক্তার প্রায় সময় আমার পরিবার ও আমার স্বামীকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি মূলক কথা বলত। গতকাল সন্ধ্যা সেই ধরনের কথা বললে আমাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডাকে কেন্দ্র করে দু-জনের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন মেম্বারকে ডাকলে মেম্বার এসে আমাদের দুপক্ষের সাথে কথা বলে সমস্যা মীমাংসা করে দিবে বলে আস্বস্ত করলে সবাই চলে যায় । পরে রাতে দেখি মোটরসাইকেলে করে দুইজন এসে তাদের ঘরে কি বিষয়ে বক্তব্য নিচ্ছে। এর কিছুক্ষণ পর ফেসবুকের মাধ্যমে জানতে পারি তাদের ঘর ডাকাতি হয়েছে।

ভুক্তভোগী নাজমা আক্তার স্বামী কামরুল হাসান বলেন, আমাদের দুই পরিবারের যে কথা কাটাকাটি হয়েছে তা ছিল সামান্য। এটা মিমাংসা করার জন্য মেম্বার রাতে এসে সবাইকে আশ্বস্ত করে চলে যায়। ডাকাতির বিষয়ে যাদের নাম বলা হয়েছে তারা ডাকাত কি না এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরা ডাকাত নয়। আমাদের পাশেী লোক। এদের সঙ্গে আমার গ্রাম্য দলাদলি নিয়ে ঝামেলা চলছে। তবে এরা ডাকাতির সময় ছিল কি না আমি জানি না। আমাদের মধ্যে তৃতীয় পক্ষ ভেজাল লাগানোর জন্য চেষ্টা করছে। তারা আমাদের পাশের লোক। পরে পুলিশ আসলে আমি উনাদের বলেছি যে স্থানীয়দের মাধ্যমে সুন্দরভাবে মীমাংসা হলে আমাদের কোন অভিযোগ থাকবে না।

স্থানীয় জনপ্রতিনিধি আবুল কালাম মেম্বার জানান, তাদের মধ্যে যে ঝামেলা তা দীর্ঘদিন ধরে চলে আসছিল। ওই দিন সন্ধ্যায় তাদের ভাইয়ের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়।এটা শুনে সন্ধ্যা আমরা তাদের বাসায় গিয়ে এই সংক্রান্ত একটি মীমাংসা করার চেষ্টা করি। কিন্তু পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি তাদের ঘরে নাকি ডাকাতি হয়েছে। আমরা শুনে পুলিশের সাথে গেলে সেখানে এই ধরনের বিষয়ে কোনো ঘটনা ঘটে নি। যেটা ছিল সেটা মিডিয়ার লোকদেরকে দেখানোর জন্য তারা পরিকল্পিতভাবে এটা করেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ডাকতির ঘটনা বলে যে ভিডিও ছাড়া হয়েছে তা দেখে আমরা তাৎক্ষণিক আমাদের একজন অফিসারকে পাঠালে বিষয়টি পারিবারিক ঘটনা যা মিমাংসাধীন রয়েছে। তবে এটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম