নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলায আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নির্বিঘ্নে রাখতে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলায় মধ্যরাতে চেকপোস্ট বসিয়ে পুলিশের টহল।
বুধবার গভীর রাতে জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ টহল জোরদার করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, আমি সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করছি। আমরা জেলা পুলিশ চেষ্টা করছি রাতে চুরি,ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জনসাধারণের চলাচল কে নির্বিঘ্ন করার। এ জন্য মধ্যরাতে তারই অংশ হিসেবে সুধারাম মডেল থানা এলাকায় বিভিন্ন চেকপোষ্টের কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়ে কাজ করছি।
স্থানীয় এক বাসিন্দা জানান, ঈদ ও রমজানকে কেন্দ্র করে মধ্যরাতে পুলিশের যে চেকপোস্ট বসিয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে এটি নিঃসন্দেহে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটি ইতিবাচক হবে বলে আমরা মনে করি।
এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেন, সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামসহ জেলা গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি,