মোঃ সাইফুল্লাহ;
মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বুধবার (১২ মার্চ) বিকেলে আমতৈল বাজার জামে মসজিদে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সব্দালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। সব্দালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনায়েদ ইসলাম বাবলু, মাওলানা আব্দুর রহিম বুলবুলি,সুমন মল্লিকসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই দেশের জনসাধারণ। জামায়াতে ইসলামের ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুষের কল্যাণ সাধিত হবে। সেই সাথে কুরআন ও সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ৮ শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/০৩/২০২৫ইং