স্টাফ রিপোর্টার : এইচ. এম. বাবলু
গত ০৫ ফেব্রুয়ারী বুধবার আনুমানিক সাড়ে নয়টার সময় মিরপুর ১১ বাস স্ট্যান্ড এলাকায় রাবেয়া অ্যাপারেলস গার্মেন্টসে কর্মরত ভিকটিম মোঃ সাইদুল ইসলাম (৩৫), পিতা: আবুল হোসেন মিরপুর ২ ভাড়া বাসায় বসবাস করেন। অফিস থেকে বাসায় ফেরার পথে মিরপুর ১১ বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইকারী ভিকটিমের পেটের ডানপাশে চাকু ঢুকিয়ে দিয়ে ভিকটিমের কাছ থেকে নগদ ৭ হাজার ৫ শত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সংবাদ পেয়ে ভিকটিমের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং পরে পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ভিকটিম বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার জানান।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।