1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট খুনী আওয়ামীদের রাজপথে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতকানিয়া খাগরিয়ার আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন বিএনপি ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড ! রামগড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এসএসসি পরীক্ষার মধ্যে কোচিং বাণিজ্য ; অর্ধ লক্ষ টাকা জরিমানা চৌদ্দগ্রামে দেশীয় ফল রক্ষায় নিজ উদ্যোগে কাঠবিড়ালী নিধন করে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বৃদ্ধ আব্দুল লতিফ চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন– রংপুর ডিআইজি, চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত!

ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৮ বার

নুরুন্নবী:

চট্টগ্রাম  দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশে পতিত স্বৈরাচারের দোসর এবং দেশের স্বাধীনতা বিরোধী ও গণতন্ত্রবিরোধী একটি গোষ্টি নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা পতিত স্বৈরাচারের লুটপাটের কায়দা বেচে নিতে চায়। কিন্তু দেশের গণতন্ত্রকামী মানুষ তা কোন অবস্থাতেই হতে দিবে না। সকল ষড়যন্ত্র রুখে দিতে সর্বস্তরের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমার মরহুম আব্বা চারবারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ছনুয়ার মানুষের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতেন। অন্যদিকে বিগত সরকারের দীর্ঘ আমলে যারা ছিলো তারা এই ছুনুয়া ইউনিয়নকে লুটপাটের মাধ্যমে ক্ষত-বিক্ষত করে দেশ থেকে পালিয়ে গেছে।

এই ছনুয়াকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে রেজাউল হক চৌধুরীর সাথে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

গতকাল রবিবার ২৩ মার্চ ছনুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণইফতারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছনুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন চৌধুরী মিজান মিয়ার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গণইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছনুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ, সোলতানুল আজিম চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর, যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম, পুইছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খোররম রেজা, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, মো. খোরশেদ আলম, লিগ্যাল এইড বাঁশখালী শাখার সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুছ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সারাবান তাহুরা ফেরদৌসী কলি, বিএনপি নেতা শহিদ, ফজল কাদের, শামসুল আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলা উদ্দীন, ছাত্রদলনেতা বেলাল মাহমুদ, ফরহাদ হোসেন আসিফ, তারেক, আতিকুর রহমান, নুরুন্নবী, মিনহাজ, রায়হান, সৈকত, স্বেচ্ছাসেবক দল নেতাহোসাইন কফিল উদ্দিন প্রমূখ। দেশ ও জাতীর কল্যাণে দোয়া মোনাজাত পরিচলনা করেন ছনুয়া ইউনিয়ন হেফাজতের আমির মাওলানা আবুল কালাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net