মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর জীবন সাহেবের বাগান বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ভাষানিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
উক্ত অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো: নোয়াব মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: গোলাম মাওলা, সাধারণ সম্পাদক হুমায়ুন মোল্লা, আছাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির, বিএনপি নেতা আলী আকবর ভুঁইয়া, হোমনা ডিগ্রি কলেজের সাবেক জিএস তোফায়েল আহমেদ, তিতাস উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, তিতাস উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আদিলুর রহমান আদিল, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, হোমনা উপজেলা বিএনপির সদস্য মহসীন, ভাষানিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহজালাল সরকার, বিএনপি নেতা কামরুজ্জামান, আবু ইউসুফ, মোসলেম উদ্দিন মেম্বার, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহআলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, টুটুল রুহান, কাবিল, ইউনিয়ন বিএনপি নেতা ওয়াসিম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল মেম্বার, জয়পুর ইউনিয়ন বিএনপি নেতা কাজী মনিরুল ইসলাম, জয়পুর ইউনিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন, যুবদল নেতা সাইদুল ইসলাম বাবুল ও সোলেমানসহ বিএনপির স্থানীয় শত শত নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও জার্মান প্রবাসী মো: আবু হানিফ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।