মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,
ঠাকুরগাঁওয়ে অনলাইন প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর পলিটেকনিক শিার্থী মিলন হোসেনের (২৩) এর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ৩ জনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২০ মার্চ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার রায় তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সেজান আলী (২৫), তার মা শিউলি বেগম, একই উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মুরাদ ওরফে নাসিম (২৫) ও সেজানের ভাগ্নি ঠাকুরগাঁও পৌরশহরের তেলিপাড়া মহল্লার রত্না আক্তার ইভা (১৯)। এর মধ্যে সেজানের মা শিউলি বেগমেরও রিমান্ড আবেদন করা হবে বলে জানায় ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, ‘শেষ বিকেলের গল্প’ নামে একটি ভুয়া নারী ফেসবুক আইডি খুলে মিলনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলত হত্যাকারীরা। একপর্যায়ে মিলনের সঙ্গে ওই নারীর দেখা করার তারিখ নির্ধারণ হয়। গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে লিচুবাগানের ভেতরে প্রেমিকার (ইভা) সঙ্গে দেখা করতে যান মিলন। এ সময় পেছন দিক থেকে সেজান আলী ও মুরাদ তাকে ঝাপটে ধরে। পরে মিলন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর মিলনের লাশ সেজানের বাড়িতে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির পরিত্যক্ত সেফটি ট্যাংকে ফেলে মাটি চাপা দেয়। পরে অপরাধীরা মিলনের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপনও আদায় করে। গত ৫ মার্চ নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন মিলনের বাবা পাঞ্জাব আলী। এর পর গত ১৯ মার্চ অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি মামলা দয়ের করে মিলনের পিতা পাঞ্জাব আলী। মামলাটি তাৎক্ষনিকভাবে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবশেষে ২০ মার্চ ভোরে সেজানের বাড়ির সেফটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ।