মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
ঈদ উল ফিতর উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লা তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মো: সুলতানের পরিবার পেল ঈদ উপহার সামগ্রী।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন জেডআরএফের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা: মো: মজিবুর রহমান, সদস্য অধ্যাপক জাকির হোসেন ও বাছির মোল্লা প্রমূখ।
উপহার প্রদান কালে কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা: মো: মজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পোঁছে দিচ্ছি। সারাদেশে সাড়ে ৮০০ পরিবারকে এ উপহার দেওয়া হবে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চিকিৎসকরা এরই মধ্যে আহতদের সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।
জানা যায়, জুলাই অভ্যুত্থানে আন্দোলনের সময় কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে গুলিতে নিহত হন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মৃত শহিদ উল্লাহ বেপারীর ছেলে মো: সুলতান। তার দুই ছেলে সাকিবুল ও রুহান।