মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার কেশবপুর রোড সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ দোয় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন তিতাস উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ছবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলার আই.বি.ডব্লিউ.এফ এর সভাপতি এডভোকেট মো: আব্দুল আউয়াল। এসময় উক্ত সংগঠনের তিতাস উপজেলার সেক্রেটারি মো: নুর আলম সরকারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আই.বি.ডব্লিউ.এফ দাউদকান্দি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.বি.ডব্লিউ.এফ এর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মুহাম্মদ খাইরুল বাশার, তিতাস উপজেলার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, উপদেষ্টা সালাউদ্দিন সরকার ও আই.বি.ডব্লিউ.এফ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো: আব্দুর রহমান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী, জামায়াতের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন উপজেলার মঙ্গলকান্দি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।