শ্রীপুর পৌর প্রতিনিধিঃ
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট শ্রীপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৯ মার্চ)বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের
শ্রীপুর পৌর কার্যালয়ে শিক্ষক কর্মচারী পৌরসভাপতি আবিদা সুলতানার সভাপতিত্বে এ ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ পীরজাদা এসএম রুহুল আমীন।
ইফতার পুর্ব পৌর শিঃকঃঐক্যজোটের সাঃসম্পাদক নাজমুল হুদার সঞ্চানলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মাধ্যমিক শিঃকঃঐক্যজোটে সাধারন সম্পাদক আক্তারুল আলম মাস্টার,শিঃকঃঐক্যজোট কেন্দ্রীয় কমিটির আন্তঃবিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন,জেলা মাঃশিঃসমিতি সাঃ সম্পাদক আহমদ আলী,জেলা শিঃকঃঐক্যজোটের সহ সভাপতি রজব আরী মোড়ল,জেলা মাধ্যঃশিঃসমিতির দসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,জেলা শিঃকঃঐক্যজোটের কৃষি বিষয়ক সম্পাদক মোঃরহমত আলী প্রমুখ।
আলোচনায় বক্তরা বলেন,আমরা দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে ন্যায্য ও যৌক্তিক আন্দোলন করে আসছি। বিগত সরকারের আমলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ ও বিশেষ ক্ষমতায় এমপিও ভুক্ত হয়েছে, যা আমাদের কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম সকল স্বীকৃতি নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করণ। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময় মনগড়া নীতিমালার বেড়াজালে আটকিয়ে দীর্ঘ ২০ থেকে ২৫ বছর বা তারও অধিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না করে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।’
আলোচনা শেষে প্রধান অতিথি দেশ ও উম্মার জন্য বিশেষ মোনাজাত করেন।