মোঃসাইফুল্লাহ :
মাগুরায় আলোচিত আছিয়ার ২য় দফা জানাযা শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে, ধর্ষিতার বাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সন্ধ্যায় মাগুরার শিশু আছিয়ার মৃতদেহ সেনা বাহিনীর হেলিকপ্টারে মাগুরা নোমানী ময়দানে পৌছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়ে। সেখানেই অনুষ্ঠিত হয়ে নামাজে জানাজা। সন্ধা সাড়ে সাতটায় তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়ে গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে।
তার নিজ গ্রাম জারিয়ায় দ্বিতীয় জানাজা শেষে সোনাইকুন্ডি কবরস্থানে সেনা বাহিনী ও পুলিশের তত্বাবধানে দাফন করা হয়। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে বহুল আলোচিত মাগুরার যৌন নির্যাতনের শিকার শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়। সন্ধ্যায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে তার লাশ মাগুরায় প্রশাসনের কাছে হস্তান্তর করে। এদিকে মাগুরা ভায়না মোড়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে রেখেছে একদল ছাত্র জনতা। তাদের দাবি ধর্ষকদের তাদের হাতে তুলে দিতে হবে। অপরদিকে আসামীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম! যা দেখার মত না।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/০৩/২০২৫ইং