মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় জমিয়তে ওলামায়ে ইসলামের উদ্যোগে বুরবার বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তের মাগুরা জেলা সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা এর সভাপতিত্বেৃ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল ও সদস্য সচিব হাফেজ মনিরুজ্জামান।
মাওলানা ইমদাদুল্লাহ এর সঞ্চালনায় উদ্বেধনী বক্তব্য রাখেন জমিয়তের জেলা সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান, মুফতি বখতিয়ার আহমদসহ অন্যরা।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/০৩/২০২৫ইং