মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরার সিভিল সার্জন কার্যালয় এ অবহিতকরণ সভার আয়োজন করে।
সিভিল সার্জন ডাঃ শামীম কবিরের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, ডাঃ প্রতীক কুমার বনিক, ডাঃ ইজাজ আহম্মেদ।
সভায় জানানো হয় ১৫ মার্চ ২০২৫ ইং, মাগুরা জেলায় ৪ উপজেলায় ১ লাখ ২০ হাজার ৩৪৯ শিশুকে একটি করে ভিটামিন ‘এ ‘ প্লাস কাপসুল খাওয়ানো হবে। ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। জেলার ৪ উপজেলায় ৯৪১ টি কেন্দ্রে ২১০৮ স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬ – ১১ মাস বয়সী ১২ হাজার ৯ শত ৪৯ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ – ৫৯ মাস বয়সী ১লাখ ৭ হাজার ৪ শ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/০৩/২০২৫ইং