তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কুমিল্লার তিতাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার সকাল ১১ টায় তিতাস উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলার বাতাকান্দি বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হোমনা টু গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলার আহ্বায়ক আসরাফ অভিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, সদস্য সচিব আবু সাঈদ সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফরহাদ ভূঁইয়া পিয়াস ও মূখ্য সংগঠক সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ধর্ষকের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বলেন, মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা বিচারের নামে আর নাটক দেখতে চাই না।
মো: জুয়েল রানা
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ