মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার আলোচিত আছিয়া খাতুনের বাড়ীতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে শুক্রবার বিকেলে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রচার সেক্রেটারী মাওলানা মোঃ সাইফুল্লাহ, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, যুব বিষয়ক সেক্রেটারী মোঃরবিউল ইসলাম, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মওলানা মোঃ আমিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের আমীর সেক্রেটারীসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
উল্লেখ্য আলোচিত আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শুক্রবার শহরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে আছিয়ার ধর্ষণ কারী হিটু শেখের বাড়ীতে বিক্ষুব্ধ জনতা,বাড়ী ঘর ভাংচুর লুটপাট ও গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/৩/২০২৫ইং