1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট এর উদ্দ্যোগে মাহে রমজানের শিক্ষা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কিশলয় প্রতিষ্টাতা চৌধুরী মুহাম্মদ তৈয়ব’র স্মরণ সভায় বক্তারা- “তিনি শুধু শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সকলের অনুপ্রেরণার উৎস” বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি ঠাকুরগাঁও সরকারি কলেজে এক মতবিনিময় সভায় বক্তব্যে বলেন- বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না– জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী ! ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ! ঠাকুরগাঁওয়ে হরিপুরে জমি দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, ১৪৪ ধারা জারি তিতাসে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ

মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট এর উদ্দ্যোগে মাহে রমজানের শিক্ষা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৩ বার

এএইচএম

নিজেস্ব প্রতিবেদক

গত ১৮ মার্চ ২০২৫ ইং মঙ্গলবার বিকাল ৪ টায় গ্রান্ড প্রিন্স মিরপুর ১ এ হল রুমে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট এর উদ্দ্যোগে মাহে রমজানের শিক্ষা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ঃ জনাব ইয়াছিন আলী সিনিয়র সহসভাপতি সেচ্ছা সেবক দল বিশেষ অতিথি হিসেবে ছিলেন খন্দকার আলমগীর হোসেন কোষাধ্যক্ষ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজ)
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন আলী বলেন আওয়ামী স্বাধীনতার পর চারটা পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল, পরবর্তীতে শহীদ প্রেসিন্ডেট জিয়াউর রহমান এসে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংবাদ পত্রের বাক স্বাধীনতা ফিরিয়ে দেন। ঠিক তেমনই আমার নেতা জনাব তারেক রহমান টেক ব্যক বাংলাদেশ স্লোগানে দিয়েছিলেন অর্থাথ আমার ফিরে যেতে চাই সেই গণতান্ত্রিক বাংলাদেশে , যেখানে ছিলনা হানাহানি, মারামারি মানবিক মানবিকতার বাংলাদেশে সেখানে ছিল সহমর্মিতার বাংলাদেশে।
তিনি আরও বলেন সাংবাদিক ভাইদের প্রতি অনেক নির্যাতন হয়েছে। ফেসিস্ট সরকারের আমলে।
আপনারা সত্য লেখার সাহস পাননি, আর যে, কজন সাহস করে লেখেছেনে তারা সাগর রুনির মত কবরে যেতে হয়েছে।
তিনি আরও বলেন ২৪ শের জুলাই ৫ আগস্ট ছাত্র জনতা পুরো জাতি এক হয়ে ২৪ শে স্বাধীনতা অর্জন করেছি এই নতুন সূর্য নির্মান করার জন্য আমার দল (বিএনপি) যে বাংলাদেশ গঠন করতে চায়, সাংবাদিক গণ হচ্ছেন কলম যোদ্ধা আপনারই জাতিগঠনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করতে পরবেন।
যেখানে থাকবে সাম্য ও সমঅধিকারের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ বাক স্বাধীনতার বাংলাদেশ।
বিশেষ অতিথি বক্তব্যে খন্দকার আলমগীর হোসেন বলেন বিগত ফেসিস্ট সরকারের আমলে আমরা ৬৮ জন সাংবাদিক নিহত হয়েছেন তার সকল নিহতের ঘটনার শেখ হাসিনা দায়ী।
বিগত সরকারের আমলে উন্নয়ন সাংবাদিকে নামে অপ সাংবাদিকতা , হলুদ সাংবাদিক, বিউটি সাংবাদিকতা নানান
নামে সাংবাদিকতা। এখন আপনার সঠিক সত্য তথ্য সাংবাদ পরিবেশন করবেনা ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য বিএনপি সবসময় কাজ করেছে, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান প্রেসক্লাবের ভূমি বরাদ্দ দেন একটি ভবন করে দেন বেগম খালেদা জিয়া ক্লাবে নতুন ভবন সাংবাদিকদের জন্য মিরপুরে দুটি জায়গায় বরাদ্দ দেন একটি মিরপুর ১১ সাংবাদিক কলোনি অন্যটি মিরপুর ১২ যা খুনি হাসিনা সরকারে এমপি ইলিয়াস মোল্লা ও তার সাংগপাঙ্গরা দখলে রাখার।

জোটের সাধারণ সম্পাদক এস এম জহির ইসলাম সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান আসাদ সভাপতি রূপনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন লিটন, ডাঃ আল হাসান মোবারক সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মিরপুর, কাফরুল,পল্লবী,শাহ-আলী থান, বৃহত্তর মিরপুর, জাতীয় গণমাধ্যমের সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net