রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানের নোয়াজিষপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু”গ্রুপের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দু’গ্রুপের গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছে। এছাড়াও পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। একটি সিএনজি অটোরিকশায় ভাঙচুর করা হয়।
স্থানীয় সূতে জানা যায়, গতকাল বুধবার রাউজানের নোয়াজিষপুর ইউনিয়ন ও চিকদাইর ইউনিয়নে বিএনপি দুই গ্রুপের নিধারিত ইফতার মাহফিল ছিল।নোয়াজিষপুরে ইফতার মাহফিল আয়োজন করেছে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারীরা। চিকদাইর ইউনিয়নে ইফতার আয়োজন করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। বুধবার (১৯ মার্চ) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার নোয়াজিষপুরের ইউছুপ খাঁর দিঘি পাড়, চৌধুরী ঘাটা মদন চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠ ও গহিরা চৌমুহনী এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।
এতে গোলাম আকবর খন্দকারের অনুসারীর মধ্যে গুলিবিদ্ধসহ ৯জন আহত হয়। গুলিবিদ্ধ যুবদল কর্মী মো. আব্দুল কাইয়ুম (২৮)সহ আহতরা হলেন নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান সিকদার (৪৪), যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুমায়ুন (২৮), যুবদলের সদস্য মো. রিফাত (২৭), যুবদলের সদস্য সচিব মো. সোহেল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারীর মধ্যে ছুরিকাঘাতসহ চার জন আহত হয়।আহতরা হলেন যুবদল নেতা গাজী মোরশেদ, মো. সেকান্দর, মো. বাদশা, মো. ফোরকান। এদের মধ্যে কাইয়ুম ও মোরশেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাইয়ুম কপালে গুলিবিদ্ধ হয় এবং কিরিচের কোপে গাজী মোরশেদের ভুঁড়ি বের হয়ে যায়। জানা যায় প্রথমে বিকাল ৪ টায় নোয়াজিষপুর মদন চৌধুরী জামে মসজিদ মাঠে গোলাম আকবর খন্দকারের আনুসারী কর্তৃক নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনে যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিল চলাকালে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা ২০-২৫টি মোটর সাইকেল যোগে এসে হামলা চালায়। এতে ইফতার মাহফিল পণ্ড হয়।এ সময় মো. কাইয়ুম নামের এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা চিকদাইর ইউনিয়নের ইফতার মাহফিল হতে ফেরার পথে পূর্ব থেকে ইউছুপ খাঁর দিঘিতে ওঁৎ পেতে থাকা গোলাম আকবর খন্দকারের অনুসারীরা তাদের পথ আটকিয়ে গুলিবর্ষণ ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এসময় অনেকে মোটরসাইকেল ফেলে দিকবিদিকশুন্য হয়ে পালিয়ে যায়। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। একটি সিএনজি অটোরিকশায় ভাঙচুর করেন।
এবিষয়ে গোলাম আকবর খন্দকারের অনুসারী নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান সিকাদর বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ইফতার মাহফিলের আয়োজন করেছি। বিকাল ৪ টার দিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী সাহাবু, ফোরকান, দিদারুল আলম ওয়াহেদী, শেরখান, সিরাজ, ফরিদের নেতৃত্বে অস্ত্রসহ ২০-২৫ মোটরসাইকেল যোগে এসে হামলা চালিয়ে আমাদের যুবদল নেতা কাইয়ুম কপালে গুলি করে। আমাদের ৮-১০ নেতাকর্মীকে বেধড়ক মারধর করে। সন্ধ্যায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের কারা হামলা করেছে তা আমরা জানি না।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী উত্তর জেলা যুবদল নেতা মো. সেলিম উদ্দিন বলেন, আমরা চিকদাইর ইউনিয়নের ইফতার মাহফিল হতে ফেরার পথে গোলাম আকবর খন্দকারের অনুসারী ফোরকান সিকদারের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল আমাদের মোটরসাইকেল বহরে অতর্কিতভাবে হামলা চালায়। মূহুমূহু গুলিবর্ষণ করে এবং কুপিয়ে আমাদের ৪-৫ জনকে মারাত্মক আহত করে। আমরা এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দিদারুল আলম ওয়াহেদী, ফরিদ, সাহাবু বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা। আমরা চিকদাইর ইউনিয়নে দলীয় ইফতার মাহফিলে যাওয়ার সময় গোলাম আকবর খান্দকারের চিহ্নিত সন্ত্রাসী ফোরকান সিকদার গুলি চালায়। আমরা পালিয়ে প্রাণ রক্ষা করি। পরে ইফতার মাহফিল শেষ করে নোয়াজিষপুর আসার পথে ইউছুপ খাঁর দিঘি পাড় এলাকায় আবারও হামলা করে ফোরকান সিকাদারের নেতৃত্বে।তাঁরা ধারালো কিরিচ দিয়ে আমাদের এক কর্মীকে কুপিয়ে জখম এবং তিনজনকে আহত করা হয়। আমাদের ৫টি মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে বেশ কয়েকজনের স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় সুষ্ঠুতদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
ঘটনাস্থলে পরিদর্শনে আসা রাউজান থানা পুলিশের উপপরিদর্শক মো. নাছির উদ্দীন বলেন, নোয়াজিষপুরে বিএনপি দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি ৫ টি মোটরসাইকেল জ্বলছে। ঘটনাস্থলে কেউ ছিল না। এরপূর্বে বিকাল ৪ টার দিকে ইফতার মাহফিল হামলার ঘটনা ঘটে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিককভাবে জানতে পেরেছি খন্দকার গ্রুপের ইফতার মাহফিল ছিল, সেটিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে আহত কাউকে পায়নি। ৩-৪ আহত হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেইনি৷ ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার আলামত পেয়েছে।