1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী'র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে নিয়োগ বানিজ্যে মুন্নার আঙ্গুল ফুলে কলা গাছ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ৩৩ লাখ টাকার বায়নানামা রেজিস্ট্রি দলিল করে চূড়ান্ত রেজিস্ট্রি করা হয়েছে ১৬ লাখ টাকায়। যার ফলে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমম্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় ঠাকুরগাঁও জেলা সহকারী পরিচালক আজমির শরীফ মারজীর নেতৃত্বে একটি দল বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়ে এ তথ্য পেয়েছে।

আজমির শরীফ মারজী সাংবাদিকদের
জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলন সহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবি সহ নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অফিসে বায়নানামা দলিল ও কবলা দলিল সম্পাদনে বেশ কিছু অনিয়ম আমাদের কাছে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়‌ , এবং নথিপত্রগুলো সংগ্রহ হয়। নকল পেতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে সেবাগ্রহীতারা আমাদের কাছে অভিযোগ করেছেন এবং অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। প্রথমে ৩৩ লাখ বায়নানামা দলিল করে পরে ২৮ লাখ টাকা একই দলিল যখন রেজিস্ট্রি করা হয়, তখন ১৬ লাখ টাকা মূল্য দেখানো হয়। যা সরকারকে ১ লাখ ২৭ হাজার টাকা রাজস্ব থেকে বঞ্চিত করেছে। তিনি আরও বলেন, সেবা গ্রহণ কার্যক্রম হয়রানিমুক্ত করার লক্ষ্যে অফিসের প্রধান ফটকের সামনে সরকারি ফি সংক্রান্ত তালিকা টাঙানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে কমিশনার বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে। দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সেবাগ্রহীতারা। সেই সঙ্গে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক জানান, নতুন সাব-রেজিস্ট্রার আসার পর থেকে আমাদের সংসার চালানোই কঠিন হয়ে গেছে। এই সাব-রেজিস্ট্রার মোটা অংকের ঘুষ ছাড়া বণ্টননামা এবং অছিয়তনামার দলিল স্বাক্ষর করেন না। বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী এলাকার মাজেদ বলেন, এই অফিসগুলোতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। টাকা দিলে কাজ হয়, না হলে ঐভাবে থেকে যায়। দুদক যদি এমন অভিযান সপ্তাহে একবার করে পরিচালনা করে তাহলে আমরা সবাই উপকৃত হবো। খোকন নামে আরেক বাসিন্দা বলেন, সাব-রেজিস্ট্রারের অফিসে দলিলের যে মূল্য নির্ধারণ করা থাকে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। খরচ অনুযায়ী টাকার ভাউচারও সঠিকভাবে পাওয়া যায় না। তাই অফিসগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত। বালিয়াডাঙ্গী উপজেলা সাব-রেজিস্ট্রার মনিশা রায় মুঠোফোনে সাংবাদিকদেরকে বলেন, আমি ছুটিতে থাকায় কিছু বলতে পারছি না। তবে দুদক যে দলিলের বিষয়ে অভিযোগ করেছে সেই দলিলগুলো খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net