মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা—কর্মীকে আটক করা হয়েছে, তারা বিভিন্ন মামলার আসামি বলছে পুলিশ। ২০ এপ্রিল রোববার গভীর রাতে ও ২১ এপ্রিল সোমবার সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ওসি আরশেদুল হক। আটককৃতরা হলেন — রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ(৫৫), কলেজপাড়া এলাকার অজয় বসাক (৫২), পৌর যুবলীগ নেতা ইউসুফ আলী (৩৩), উপজেলা ছাত্রলীগ সদস্য সানোয়ার হোসেন সানিল (২২) ও হোসেনগাঁও ইউনিয়নের ৭ নং — ওয়ার্ড যুবলীগ সদস্য দুলাল হোসেন (৩২)। ওসি আরশেদুল হক বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নামে একাধিক মামলা করা হয়। আটকের পর আসামিদের ২১ এপ্রিল সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।