মাইন উদ্দিন বাবলু,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুইমারা থানার এসআই শিবব্রত দাস, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমিন। এছাড়াও গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, স্থানীয় হেডম্যান, কারবারি, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা পাহাড়ি অঞ্চলের সামাজিক ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, অবৈধ টাকা ও বালু উত্তোলন, পাহাড় কাটা, কাঠ পাচার, বাজার ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান, খুন-অপহরণ, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাস নির্মূল ও শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি বলেন, “পার্বত্য এলাকার শান্তি ও উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আমরা চাই একসঙ্গে কাজ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে।”
সভাটি স্থানীয় পর্যায়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।