নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫
রাজধানীর কাফরুলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপের প্রধান আশিককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ৩টা থেকে ভোর ৫টার মধ্যে কাফরুল থানাধীন সেকশন-১৩, ব্লক-বি এলাকার একটি বহুতল ভবনে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় আশিক ভবনের ৭ তলা থেকে পাইপ বেয়ে এবং এক ভবন থেকে আরেক ভবনে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করেন। এ সময় ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হলে আশিককে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশিক রাজধানীর পল্লবী এলাকায় ‘ভইরা দে গ্রুপ’ নামে কুখ্যাত কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে পরিচিত।
অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, আশিক একটি ছাদে দাঁড়িয়ে আগ্নেয়াস্ত্র হাতে পোজ দিচ্ছে; যা তার অপরাধী পরিচয়ের আরও প্রমাণ বহন করে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।