মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ বুধবার সকালে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রীপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুরের সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, দিপ্তি রানী কর,মোঃ শরিফুল ইসলাম, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাশেম আলী বিশ্বাস,গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান, বরিশাট কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী কুন্ডু, সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোয়ার্দার শাহনাজ পারভীন, বরিশাট ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ঝর্ণা খানম, হোগল ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসাইন, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লুর রহমান, পূর্ব শ্রীকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস মোঃ সালাউদ্দিন, তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল ইসলাম, হাট শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সাচিলাপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহানাজ বেগম, সব্দালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, নোহাটা সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তবিবুুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহসরকারী শিক্ষকগণসহ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের বাচাইকৃত ১৬২ + ৮ – ৭০ জন শিক্ষার্থী ৫৪ টি ইভেন্টে অংশ গ্রহন করে। খ বিভাগ থেকে প্রথম স্থান অধিকারীগণ জেলা পর্যায়ে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।
অনুষ্ঠিত শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৬/৪;২০২৫ইং