মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মামলার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল শনিবার সকাল ১১টায় আমার দেশ পাঠকমেলার উদ্যোগে ঠাকুরগাঁও জেলার চৌরাস্তায় সমবায় মার্কেট চত্বর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন পাঠকমেলা ঠাকুরগাঁও জেলা সভাপতি ওবায়দুল্লা মাসুদ, ইমাম সমিতির প্রতিনিধি হাফেজ আব্দুর রশিদ, মানবাধিকার সংগঠন অধিকারের জেলা সমন্বয়ক নুর আফতাব রুপম, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশের উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি, আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি রমজান আলী, রানীশংকৈল উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, এসএ টিভির জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিরু, পৌর যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, পাঠকমেলার সদস্য সমাজকর্মী আদিউল ইসলাম ও আমার দেশ-এর জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এসব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান।