মোঃ সাইফুল্লাহ ;
আলোচিত মাগুরার শিশু আছিয়া খাতুনের মা আয়েশা আক্তারের সঙ্গে ৭ এপ্রিল সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়েশা আক্তার নিজ বাড়ি থেকে দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা উক্ত কার্যালয়ের সহকর্মীদের নিয়ে আয়েশা আক্তারের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার শ্রী অসিম বিশ্বাস এবং ইউনিয়ন সমাজকর্মী মোঃ বশির উদ্দিন বিশ্বাস, শ্রী ভুলেন বারুরী, মোছাঃ লিমা সুলতানা ও শিশু সুরক্ষা সমাজকর্মী শ্রী অভিজিত সরকার।
মতবিনিময় সভায় আছিয়াদের বর্তমান পারিবারিক অবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং ০৭/৪/২০২৫ইং