হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় ২৫ বছরের পুরানো ইজারাকৃত গরু বাজারের কাছে বিকল্প হাট বসিয়ে এক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি গ্রুপ। হাটে ব্যাপারীদের আসতে বাধা দেওয়া এবং তাদের সৃজনকৃত হাটে কেনা বেচা করতে বাধ্য করা হয়েছে। এতে একদিকে যেমন রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নে হাতিয়া বাজার নোয়াখালীর দক্ষিন অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট। বাজারটিতে প্রতি শনি ও মঙ্গলবার গরু, মহিষ, ছাগল, ভেড়ার বিশাল হাট বসে। কেনা বেচার জন্য চট্টগ্রাম, কুমিল্লাসহ বৃহত্তর নোয়াখালীর আশপাশের লোকজনের অন্যতম পছন্দের এ বাজারে আসেন। এ বাজারে ব্যাপক হারে বেচা বিক্রির চাহিদার কারণে এ বছরে ইজারা মূল্য ১ কোটি ৪৮ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। এ বছর বাজারটি ইজারা পেয়েছেন আমিরুল ইসলাম মতিন নামের একজন।
ইজারাদারের অভিযোগ, এ বাজারের আশে পাশে ইতিপূর্বে কোন গরুর বাজার ছিল না। হঠাৎ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আজ একই দিনে আমাদের বাজারকে ক্ষতিগ্রস্ত করা জন্য নতুন করে পথিমধ্যে একটি বাজার বসায়। আমাদের ইজারাকৃত হাতিয়া বাজারের উদ্দেশ্যে গরু নিয়ে আসার সময় ব্যাপারীদের পার্শ্ববর্তী সূবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট বাজারে জোরপূর্বক গাড়ী থেকে গরু নামিয়ে বাজার বসাতে বাধ্য করে। এতে করে হঠাৎ রাস্তার দুই পাশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। অন্যদিকে ইজারাদার হিসেবে আমার বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আমি এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি সূবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দত্তের হাটের গরু ব্যাপারী নাসির উদ্দিন জানান, আমারা হাতিয়া বাজারে দীর্ঘ দিন ধরে গরুর ব্যবসা করে আসছি। সেখানে বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা ছিল। আজকে আমরা ভূঁইয়ার হাট হয়ে হাতিয়া বাজার আসার পথে আমাদের রাস্তার উপর থামিয়ে দেয় একটি গ্রæপ। তারা সামনে হাতিয়া বাজারে না গিয়ে এখানে গরু বেচা কেনা করার জন্য চাপ সৃষ্টি করে।
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জিল্লুর রহমান রাসেল
হাতিয়া প্রতিনিধি
২৩.০৪.২০২৫