আব্দুল হক:
ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষা শেষে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে অরেঞ্জ বেল্ট থেকে গ্রীন বেল্টে প্রমোশন দেওয়া হয়েছে ।
২৬ এপ্রিল (শনিবার) বিকেল ৪ টায় সানারপার সোনামিয়া মার্কেট এলাকায় নিউ মডেল পাবলিক স্কুলে খেলাটি অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন,স্বপ্নযাত্রা সমাজ কল্যান সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবু।
ইয়াং জেনারেশন কারাতে দো’র দক্ষ কারাতে কোচ আব্দুল হকের প্রশিক্ষণে দীর্ঘ অনুশীলনের পর ৮ জন কৃতি ছাত্রছাত্রীদের মাঝে এই গ্রীন বেল্ট প্রদান করা হয়। এদের মধ্যে, সোমাকা গ্রীন বেল্ট সিনিয়র, ইয়ারিক গ্রীন বেল্ট জুনিয়র, মোয়াজ গ্রীন বেল্ট জুনিয়র, রোজা গ্রীন বেল্ট জুনিয়র, সাহীন গ্রীন বেল্ট জুনিয়র, তৃর্ণ গ্রীন বেল্ট জুনিয়র, ওয়াসিউর গ্রীন বেল্ট জুনিয়র, সানাকে অরেঞ্জ বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেছেন।