ডেস্কঃ রিপোর্ট
ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোট।
বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোটের আহবায়ক ডাঃ শাহজালাল আহম্মেদ ও সদস্য সচিব ডাঃ আল হাসান মোবারক স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে বলেন। দখলদার ইসরাইলি বাহিনী ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের ঘর-বাড়ি ও ভূমি জবর দখল করে তাদের উৎখাত করে দখলদারিত্ব চালিয়ে আসছে। দীর্ঘ ৭৫ বছর যাবত ইসরাইলিরা ফিলিস্তিনে বর্বর গণহত্যা ও সন্ত্রাস চালাচ্ছে।
এবং তারা লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যূত করেছে।
তিনি আরও অনেক বর্বর ইসরাইলিদের হাত থেকে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, আশ্রয় কেন্দ্র কোনো কিছুই রেহাই পায়নি।
আমরা ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর অবৈধ ইসরাইলি বাহিনীর এসব আগ্রাসী হামলার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।
বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোটে
মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর এইসব বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপশি ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও চিকিৎসক দলকে গাড়ী থেকে নামিয়ে গুলিকরে হত্যা ঘটনায় নিহত সকলকে আল্লাহতাআলা শাহাদাত কবুল করুন। আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি।
সেই সাথে আমরা নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং ফিলিস্তিনি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”