1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতে'র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে নিয়োগ বানিজ্যে মুন্নার আঙ্গুল ফুলে কলা গাছ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩ বার

স্টাফ রিপোর্টার:

ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসানের উপর বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়েছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানসহ জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন।

গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে জেলা জামায়াত নেতৃদ্বয় বলেন, গত ১৫ এপ্রিল মঙ্গলবার বাদ আছর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান তার গাড়ি বহরসহ আক্সাইল থেকে বেলনা বাজারে পৌঁছলে স্থানীয় বিএনপির একদল সন্ত্রাসী তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় ৩ জামায়াত কর্মী আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।

এছাড়াও হযরতপুর ইউনিয়নের জামায়াত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জামায়াত ছেড়ে দেয়ার জন্য হুমকি প্রদান করা হয়েছে। বিশেষ করে হযরতপুর ইউনিয়ন বিএনপির একজন শীর্ষ নেতা হযরতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনকে তার বাড়ি থেকে ডেকে এনে হুমকি দিয়ে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার চাপ প্রদান করেছেন, যা অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক। স্থানীয় বিএনপির এ সমস্ত কর্মকান্ড আমাদেরকে ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়। জেলা জামায়াত নেতৃদ্বয় স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net