মোঃ মজিবর রহমান শেখ
ঠকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। ২ এপ্রিল বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে এ সভা হয়।
লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মিঞা মোঃ সাইফুল্লাহ কলম (মাস্টার), এমপি ইমদাদুল হক এর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিঞা মোঃ সাইফুল্লাহ কলম , এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, ২ নং– চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৬ সালে তিন দিন ব্যাপী বিদ্যালয়ের শতবর্ষ এ্যালামনাই উদযাপন করা হবে, এবং সে লক্ষ্যে মে মাসে ২০২৫ এর মধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের অন লাইনে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হলো ।