মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
“দ্বন্দে কোন আনন্দ নাই,আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই”এই প্রতিপাদ্য’কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁও জেলায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২৫ উদযাপন করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ২৮ এপ্রিল সোমবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এর আগে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ঠাকুরগাঁও জেলা দায়রা জজ জামাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী আশিকুর রহমান রিজভী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা লুৎফর রহমান। বিভিন্ন ক্যাটাগরী ও মানদন্ড বিশ্লেষনে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন এ্যাড. নুরুল ইসলাম। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্ত্বরে ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জানানো হয়।