তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ও ভারতে মুসলিম স্বার্থবিরোধী বির্তকিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের তৌহিদী জনতা
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মজিদ থেকে মিছিল শুরু হয়ে বাতাকান্দি টু মাছিমপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাছিমপুর বাজারে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ইসরায়েলী পন্য বয়কট বয়কট, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাছিমপুর বাজার কমিটির সভাপতি হাবিব সরকার, মাওলানা জায়নুল আবেদিন, মাহমুদুর রহমান, আলাউদ্দিন সালেহী ও সাইফুল ইসলাম প্রমূখ। এমসয় আরো উপস্থিত ছিলেন, মাছিমপুর বাজার কমিটির সাবেক সভাপতি আবুল বাতেন সরকার রেনু, বিএনপি নেতা এমরান সরকার, শাহআলম, মাওলানা আলী আশরাফ, মনসুর আলী মেম্বার, ব্যবসায়ী দুলাল, জাহাঙ্গীর ও রুবেল খান, জুয়েল খান, রুবেল আনোয়ারসহ প্রায় ১০ গ্রামের সহস্রাধিক তৌহিদী জনতা।
বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান। পাশাপাশি মুসলিম ভাইদের প্রতিবাদ স্বরুপ তাদের সকল পণ্য বর্জন করার আহবান জানান।