তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের হতদরিদ্র মনি মিয়ার পাশে দাঁড়িয়েছেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে তার অসুস্থতার খরব শোনে তার বাসায় ছুটে যান জামায়েতের নেতৃবৃন্দরা। এসময় তার সাথে কথা বলে খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, বলরামপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা আবদুল বারী, ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতা শাহাবুদ্দিন ও মাসুম বিল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।