হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে নৃশংস হামলার প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন , জামায়াতে ইসলামি ও হেফাজতে ইসলামের নকলা উপজেলা শাখা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন হলপট্টি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল কাসেমী ও সাধারণ সম্পাদক আনসারল্লাহ তারা, উপজেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার, মুফতি খাদিমুল ইসলাম , মুহাম্মদ হযরত আলী, ইমাম সোহেল, মাওলানা শামসুল হক জিহাদী, তোফায়েল আলম কাসেমী, মাওলানা আবু তালেব, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সুলতান মাহমুদ সহ আরও অনেকেই।