মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১ এপ্রিল মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা এবং মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকেরের নেতৃত্বে হাসপাতালের ২৫০ জন রুগীকে খাবার পরিবেশন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক মাওলানা আশরাফুল আলমসহ অন্যরা।
জেলা আমীরসহ সংগঠনের নেতাকর্মীরা অসুস্থ রোগীদের সুস্থতার জন্য দোয়া করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে জামায়াতে ইসলামী সমাজের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে তারা জানান ।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরে বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০৪/২০২৫ইং