আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তর এর পক্ষ থেকে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় নিন্দা ও প্রতিবাদ
ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ ও শিশু শাহাদাৎ বরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েল। গাজা কে মৃত্যু’র উপত্যকা পরিনতি করেছে দখলদার ইসরায়েল, তারা পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে খেলায় মেতে উঠেছে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তর সভাপতি ডাঃ আল হাসান মোবারক ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু আক্তার এক বিবৃতিতে
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তাঁর বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভবপর নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।
একই সাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং আগামী ০৭ এপ্রিল বিশ্বব্যাপী ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।