1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিতাসে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক রাজশাহীতে মেয়ের বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ   পৌর ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রামবাসীর তোপের মুখে পিছু হটলো প্রশাসন মাগুরায় যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোট খুটাখালীর ব্যবসায়ী নাসির উদ্দীন বাবুলের বিরুদ্ধে মিথ্যাচার  ও হয়রানির অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩ বার

পৌর ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ

গ্রামবাসীর তোপের মুখে পিছু হটলো প্রশাসন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর স্যানিটারী ল্যান্ড ফিল্ড (ডাম্পিং স্টেশন) স্থাপনের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। গত সোমবার পৌর এলাকার ০৯নং ওয়ার্ডের নাটাপাড়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী বালুজুড়ি খাল সংলগ্ন স্থানে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: জামাল হোসেন কয়েকটি দাগে (বিএস) সরকারি খাস জায়গা চিহিৃত করণ সাপেক্ষে অধিগ্রহণ করে লাল পতাকা উড্ডয়ন ও সীমানা ফিলার স্থাপন করেন। পরে চিহিুত স্থানে পৌরসভার পক্ষ থেকে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার সে ক্ষোভ প্রকট আকার ধারণ করে। বিক্ষোভে উত্তাল নাটাপাড়া এলাকা।

সরেজমিন গিয়ে দেখা যায়, পূর্ব ঘোষনা অনুযায়ী মঙ্গলবার সকাল এগারটায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: জামাল হোসেন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে প্রশাসনের একটি বিশাল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পতিত ময়লার স্তুপ থেকে কয়েক ট্রাক বর্জ্য উল্লেখিত পৌর স্যানিটারী ল্যান্ড ফিল্ড (ডাম্পিং স্টেশন) এর উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে এলাকাবাসী বাধা প্রদান করে এবং ট্রাকগুলো আটকে দেয়। এ সময় উপজেলা ও পৌর প্রশাসনের সাথে এলাকাবাসীর বাকবিতন্ডার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসী যাতায়াতের গ্রামীণ সড়কে তাৎক্ষণিক গাছের গুড়ি ফেলে প্রশাসনের গাড়ীগুলোকে আটকে দেয় এবং স্যানিটারী ল্যান্ড ফিল্ড (ডাম্পিং স্টেশন) স্থাপন না করার দাবিতে মানববন্ধন করে। স্থানীয়দের বাধার মুখে অবশেষে প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির দু’টি পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও পৌরসভার লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী সাংবাদিকদের জানান, ভারতীয় সীমান্তবর্তী নাটাপাড়া গ্রামের ফসলি জমির মাঝে এবং আবাসিক এলাকার অতি সন্নিকটে পৌর কর্তৃপক্ষ অন্যায়ভাবে স্যানিটারী ল্যান্ড ফিল্ড (ডাম্পিং স্টেশন) স্থাপন করতে চায়। পৌরসভার ময়লার ভাগাড়ের জন্য নির্জন এলাকা বাছাইয়ের বিধান থাকলেও পৌর কর্তৃপক্ষ জোরপূর্বক লোকালয়ে এটি স্থাপনের উদ্যোগ নেয়। এটি এখানে স্থাপিত হলে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জীব-বৈচিত্র ব্যাপক হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের এমন মনগড়া সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী আজ ঐক্যবদ্ধ। আমরা এ ব্যাপারে প্রশাসনের হেয়ালীপনাকে দায়ী করে বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাই।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো: জামাল হোসেন জানান, নাটাপাড়া ভারত সীমান্তবর্তী এলাকা। সেখানে সরকারি খালি জমিতে পৌরসভার ভাগাড়টি স্থানান্তরের কথা ছিল। এটি স্থাপিত হলে সেখানকার পরিবেশের কোনো ক্ষতি হতো না। তবে, কতিপয় স্বার্থান্বেষী মহলের ইন্দনে এলাকার সাধারণ জনগণ এতে বাধা প্রদান করে। যারফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগাড়টি সরানো সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net