মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ভবন নেই, শ্রেণিকক্ষ নেই, নেই নিয়মিত পাঠদান কিংবা শিক্ষক-শিক্ষার্থী। তবু সরকারি নিবন্ধন তালিকায় ঠাঁই করে নিতে চলেছে একটি ‘গায়েবি’ মাদ্রাসা। এমনকি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার তৎপরতাও চলছে। ২০ এপ্রিল রোববার সকালে এমন এক মাদ্রাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ নামে কাগজে-কলমে বিদ্যমান থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দুদক ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, ‘বাস্তবে প্রতিষ্ঠানটির কোনও কাঠামো নেই। অথচ ইবতেদায়ি মাদ্রাসা হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন এবং এমপিওভুক্তির জন্য তদবির চলছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযানে নামে।
তিনি জানান, দুদকের উপস্থিতির খবর পেয়েই প্রায় আড়াই কিলোমিটার দূরের একটি কিন্ডারগার্টেন থেকে শিশুদের এনে মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করা হয়। চকোলেটের লোভ দেখিয়ে এদের হাজির করা হয়েছিল বলেও প্রমাণ মেলে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র সহ ডেকেছি। যদি তারা তাদের কাগজপত্র দেখাতে না পাড়ে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তদন্তে দেখা গেছে, ধানখেতের মধ্যে সামান্য একটি টিনের ঘরকেই দেখানো হচ্ছে ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ হিসেবে। কোনো নিয়মিত শ্রেণি কার্যক্রম নেই,নেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রমাণও।