মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গনহত্যা বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের সভাপতিত্বে ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু,সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান,শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী, ইসলামী ছাত্র শিবিরে জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিকসহ অন্যরা।
সমাবেশ শেষে নোমানী ময়দানে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
বক্তরা সকল প্রকার ইসরাইলী পন্য বর্জনসহ ইসরায়েলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা আহবান জানান।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/০৪/২০২৫ ইং