রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি কাঠের বাটসহ লম্বা অনুমান ১৮.৫ইঞ্চি ও ১ রাউন্ড কার্তুজ (তাজা) উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ নূর উদ্দিন, এএসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১নং রামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ যৌথখামার এলাকায় যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথের দক্ষিণ পাশের ঝোপের মধ্যে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।