ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্টেশন চত্বরে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় স্টেশন অফিসার দেবব্রত সরকারের দল প্রথম স্থান অধিকার করে এবং দ্বিতীয় স্থান অধিকারী স্টেশনের ফায়ার ফাইটার শাকিল মিয়ার দল।
স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, শারীরিক চর্চা ও বিনোদনের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।