সার্কাসই কাল হলো মাগুরার শিশু জিসানের! সার্কাস দেখে বাড়ি বাড়ি ফেরা হলো না জিসান শেখ (১৩) নামে শিশুটির।
১৪ ফেব্রুয়ারী মঙ্গবার সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারী চালিত ভ্যান উল্টে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিসান উপজেলার রাজাপুর গ্রামের গ্রামের কিরন শেখের ছেলে এবং টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, উপজেলার গোয়ালদহ বাজারে বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত সার্কাস দেখে ব্যাটারী চালিত ভ্যানে বাড়ি ফিরছিলো শিশু জিসান। চর চৌগাছী ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরিতগামী ভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই। এতে তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, এ বিষয়ে নিহত শিশুর পরিবার থেকে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।