চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
নারী-ছাত্রী-শিক্ষাবান্ধব সরকার শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রীর সততা,
নৈতিকতা, ধীরতা, সাহসিকতাসহ সার্বিক নেতৃত্বের উদ্যোগের ফসল বছরের
প্রথম দিন শিক্ষার্থীদের হাতের বই। ফলে ঝরে পড়া রোধ হওয়ার পাশাপাশি শিক্ষার হার
এগিয়ে যাচ্ছে। আগামী ১০ বছরে বাংলাদেশে কোন অশিক্ষিত লোক থাকবে না।
শিক্ষার অগ্রগতির কারণে উন্নয়নশীল বাংলাদেশ এভারেস্টে পৌঁছে যাবে।
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা দৃষ্টিনন্দন ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব,
আধুনিক ওয়াশ ব্লক, পর্যাপ্ত পরিমাণ শিক্ষা সামগ্রী, উপবৃত্তি, বিনামূল্যে
অধ্যায়নসহ ব্যাপক কাজ করে যাচ্ছে সরকার। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের
দেশ এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিজেদেরকে তৈরি করবে। এর পূর্বে তিনি
উর্ধ্বমুখী একাডেমিক ভবনের ২য়, ৩য়, ৪র্থ তলার কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন
করেন।
গতকাল ১৮ ফেব্রুয়ারী সকালে উপজেলা সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা
উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার
বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মেধাবী শিক্ষাথীদের সংবর্ধনা,
বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের
সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি
ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম,
পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, আ.লীগ নেতা যথাক্রমে এম কায়সার উদ্দীন
চৌধুরী, মাস্টার আহসান ফারুক, আবুল কাসেম বাবলু, চন্দনাইশ প্রেস
ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ওসমান আলী। শিক্ষক শ্যামল ভট্টচাযর্য, বিলাশ
বড়–য়া, বাপ্পী শীলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়–য়া, পরিচালনা
পরিষদ সদস্য ফরিদুল ইসলাম চৌধুরী, অনুপম বড়ুয়া, লোকমান হাকিম, শাহনাজ
আক্তার, শিক্ষক যথাক্রমে তাহমিনা আক্তার, সালমা হোসেন শাহীন, টিটু রানী দে,
আনজু আরা খাতুন, রুপন কান্তি দে, লাবণ্য বড়–য়া, সানজিদা তৈয়ব, সাদিয়া
নুর, মুক্তা আক্তার, আসমা তাহের প্রমুখ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হেড
মাওলানা মো. মোজাহেরুল ইসলাম।