চট্টগ্রাম চন্দনাইশে নবাগত নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সাথে চন্দনাইশে
কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা গতকাল ২০ ফেব্রুয়ারী বিকালে ভিডিও
কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের
সভাপতিত্বে মত বিনিময় সভায় আলোচনায় অংশ নেন, চন্দনাইশ প্রেস ক্লাবের
সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, মাও.
মোজাহেরুল কাদের, সৈকত দাশ ইমন, এমএ রাজ্জাক রাজ, নাসির উদ্দীন বাবলূ,
মাস্টার নুরুল আলম, এস এম রহমান, আবু মহসিন, শাহনুর দস্তগীর, মঈন উদ্দীন,
এস.এম জাকির, হাজী মো. শহীদুল ইসলাম, মো. আরফাত হোসেন, কমরুদ্দীন,
কামরুল ইসলাম মোস্তাফা, আয়ুব মিয়াজী, জাহেদ হোসেন চৌধুরী,মো.
রুবেল, মো. ফারুক, ফয়সাল চৌধুরী প্রমুখ। নির্বাহী কর্মকর্তা স্থানীয়
সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কামনার পাশাপাশি স্মাট বাংলাদেশ করার
লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন,
সাংবাদিকের সমাজের দর্পন। আপনাদের লেখনি, বস্তুনিষ্ট সংবাদ, দেশ ও জাতির
কল্যাণে এগিয়ে যাবে। পদে পদে প্রতিবন্ধকতা আসতে পারে। সচেতনভাবে
সামাজিক চিত্রটা তুলে ধরার আহবান জানান।