চন্দনাইশ পৌরসভার বুলার তালুক এলাকার প্রতিবন্ধী দিদারুল আমিন নাঈম (২১)
গত ১৯ ফেব্রুয়ারী বিকালে হারিয়ে যায়। এ ব্যাপারে তার ভাই আবদুল গাফ্ফার
বাদী হয়ে গতকাল ২০ ফেব্রুয়ারী বিকালে চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরী
দায়ের করে। প্রতিবন্ধী নাঈম বুলার তালুক এলাকার আমিন উল্লাহর ছেলে বলে জানা
যায়।