কক্সবাজার জেলা, উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে নানান কর্মসূচির মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থলে মিলিত হয়।
সংগঠনটির কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ আলমগীর রানার নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
একইদিন দুপুর আড়াইটায় চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আলমগীর রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা কমিটির সংগঠক নয়ন মহাজন পাপ্পু ও পৌর কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি উচ্চ বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলা দেব নাথ ও চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টু।
এসময় জেলা কমিটির সিনিয়র সদস্য মিরাজ উদ্দিন, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন, সাবেক ছাত্রনেতা মিজবাহ উদ্দিন বকুল, জেলা কমিটির সদস্য এ.কে.এম ফারুক, চকরিয়া কলেজ ছাত্রলীগের জালাল রব্বানী, সংগঠক আবু সুফিয়ান সজীব, চকরিয়া পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রনি, উপজেলা সংগঠক বিকাশ দাশ, তানভীর আলম ফাহিম, মেহেদী হাসান কনিক, মো. শফিক, মারুফ হাসান রিফাত, মুহাম্মদ রাজু প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শিক্ষার্থীদের মুখে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অতিথিবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কেল, পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।